ধাঁধার ঝুড়ি: প্রতিটি প্রশ্নেই বুদ্ধির বাজি! (পর্ব-৩)
১. ধাঁধা:
‘তিন বর্ণে নাম আমার
বিদ্যানের সাথি,
মাথাটা কেটে ফেললে
হই মাপকাঠি।’
উত্তর: কাগজ
ব্যাখ্যা: "কাগজ" তিন অক্ষরের শব্দ, যেটি বিদ্যানের (শিক্ষার) সাথি। "ক" (মাথা) কেটে ফেললে বাকি থাকে "আগজ", যা উচ্চারণে "আঁজ" বা "গজ" – যা এক ধরনের মাপকাঠি (গজদণ্ড)।
২. ধাঁধা:
‘তিন বর্ণে নাম মোর
নাচতে পারি ভালো,
শেষের বর্ণ বাদ দিলে
মারতেও পারি ভালো।’
উত্তর: লাটিম
ব্যাখ্যা: "লাটিম" একটি তিন বর্ণের খেলার জিনিস যা ঘুরে ঘুরে নাচে। "ম" বাদ দিলে হয় "লাটি", যা দিয়ে মারা যায়।
৩. ধাঁধা:
‘প্রথমে পাখি পরে ফল,
মধ্যখানে ‘পা’ রাখি,
আমি সেবায় রত থাকি।’
উত্তর: হাসপাতাল
ব্যাখ্যা: "হসপিটাল" (হাসপাতাল) শব্দে "হ" (হংস – পাখি), "আ", "পা", "তা", "ল" আছে – মিলিয়ে "হাসপাতাল", যা সেবার স্থান।
৪. ধাঁধা:
‘ফল আছে তার গাছ নাই,
সে ফলের খোসা ও বোটা নাই।’
উত্তর: শিলা বা শিল
ব্যাখ্যা: শিলা বা শিল একটি শক্ত বস্তু যা দেখতে ফলের মতো কিন্তু গাছ হয় না, খোসা বা বোটা নেই।
কোন মন্তব্য নেই