Header Ads

Header ADS

রহস্যময় চাঁদ

 



বাংলায় চাঁদ শব্দটি সংস্কৃত শব্দ চন্দ্র থেকে এসেছে। মুন, মেনসিস, লুনা আরও কত শত নামে ডাকা হয় পৃথিবীর বিভিন্ন স্থানে। হাজার হাজার বছর ধরে রাতের আকাশে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। PHS HDর এই ভিডিওটিতে আমরা জানবো চাঁদ সম্পর্কে মজার কিছু তথ্য।

চাঁদ সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদের বুকে আছে পৃথিবীর মতো উপত্যাকা, পাহাড়, সমতল, গভীর খাত। গ্যালিলিও গ্যালিলি সর্বপ্রথম ১৬১০ সালে টেলিস্কোপ এর সাহায্যে চাঁদের পৃষ্ঠতল দেখতে পারে। পৃথিবীর বাইরে চাঁদই একমাত্র স্থান যেখানে মানুষ সশরীরে যেতে পেরেছে। এখনো পর্যন্ত মাত্র ২৪ জন মানুষ চাঁদে গিয়েছে তাদের মধ্যে চাঁদের বুকে হাঁটতে পেরেছে মাত্র ১২ জন। নিল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন প্রথম মানুষ যাঁরা চাঁদে হেঁটেছেন।

প্রথম যে কৃত্রিম বস্তুটি পৃথিবীর অভিকর্ষ অতিক্রম করে চাঁদের কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম হয়েছিল তা হল সোভিয়েত ইউনিয়নের লুনা ১। চাঁদের দূরবর্তী যে অংশটা স্বাভাবিকভাবে লুকায়িত থাকে তার প্রথম সাধারণ ছবি তুলেছিল লুনা ৩। ১৯৬৬ সালে লুনা ৯ প্রথমবারের মত চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে এবং লুনা ১০ প্রথমবারের মতো চাঁদের কক্ষপথ পরিক্রমণ করতে সমর্থ হয়। যুক্তরাষ্ট্র এদিকে সোভিয়েত ইউনিয়নের সাথে পাল্লা দিতে অ্যাপোলো প্রকল্প শুরু করে। পরে ১৯৬৯ সালে, প্রথমবারের মতো চাঁদে মনুষ্যবাহী নভোযান অ্যাপোলো-১১ অবতরণ করাতে সমর্থ হয়। চাঁদের নেই কোন বায়ুমণ্ডল আর সে কারণেই চাঁদের বুকে অ্যাপোলো নভোচারীদের পায়ের চিহ্ন অক্ষত আছে। এখনো পৃথিবীর তুলনায় চাঁদের অভিকর্ষ বল ছয় ভাগের এক ভাগ।

অ্যাপোলো নভোচারীদের স্পেস স্যুট এর ওজন পৃথিবীতে ছিল ২৮ কেজি যা চাঁদে গিয়ে হয়েছিল মাত্র সাড়ে চার কেজি। মহাবিশ্বের অন্যান্য গ্রহের তুলনায় চাঁদ পৃথিবীর খুবই কাছে অবস্থিত। আর তাই পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর উপর চাঁদ এর প্রভাব অনেক বেশি।

পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪,৪০০ কিলোমিটার (প্রায় ২৩৮,৮৫৫ মাইল) যা পৃথিবীর ব্যাসের প্রায় ৩০ গুণ। পৃথিবী থেকে চাঁদের এই যে দূরত্ব এটা সবসময় এক থাকে না। কখনো বাড়ে আবার কখনো কমে। পৃথিবী থেকে আমরা চাঁদের শতকরা প্রায় ৫৯ ভাগ দেখতে পেয়ে থাকি।
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৭ দিন ৭ ঘণ্টা ৪৩ মিনিট ১১ সেকেন্ড সময় নেয়। পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘূর্ণন গতির ফলে পৃথিবীর নদী ও সাগরের জোয়ার ভাটা হয়।

আরটিক অঞ্চলে টানা ছয় মাস রাত ছয় মাস দিন থাকে। আরটিকের রাতে চাঁদ উঠলে তা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায়। সর্ব প্রথম যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তারা ভেবেছিল আর হয়তো কখনো সূর্য উঠবে না।

কোন মন্তব্য নেই

PLAINVIEW থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.