সুইস ব্যাংক: কর ফাঁকি এবং অবৈধ অর্থের আশ্রয়স্থল?
সুইস ব্যাংকের নাম সুনলেই আমাদের মাথায় আশে অসাধু দুর্নীতিবাজ, বিত্তশালীদের ট্যাক্স ফাঁকি দেওয়া অবৈধ সম্পদ জমা রাখার ব্যাংক। সুইচ ব্যাংক আসলে একক ব্যাংক নয়। সুইজারল্যান্ডের সব ব্যাংককে একত্রে সুইচ ব্যাংক বলা হয়। সুইস ব্যাংকব্যবস্থায় গোপনীয়তার ইতিহাস ৩০০ বছরের পুরোনো। সুপ্রিয় দর্শক PHS HDর এই ভিডিওতে আলোচনা করা হবে বহুল আলোচিত সুইস ব্যাংক সম্পর্কে।
কোন মন্তব্য নেই