বঙ্গোপসাগরের নিষিদ্ধ দ্বীপ সেন্টিনেল আইল্যান্ড
বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে পৃথিবীতে মানুষের আবিষ্কারের বাইরে কোন যায়গা থাকতে পারে তা হয়তো চিন্তাও করা যায় না। তবে এখনো এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষ আধুনিক প্রযুক্তির মাধ্যমেও আবিষ্কার করতে পারেনি। সেন্টিনেল দ্বীপ তেমনি এক জায়গা যেখানে ঢুকতে পারে না কেউই। একদল আদিম মানুষের বাস সেখানে। ওই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনেরই যোগাযোগ নেই বিশ্ববাসীর। বঙ্গোপসাগরে অবস্থিত নিষিদ্ধ সেন্টিনেল দ্বীপ সম্পর্কে জানবো PHS HDর এই ভিডিওতে।
কোন মন্তব্য নেই