আপনার জানা-অজানা: ঢাকা শহরের মজার কিছু দিক
ঢাকার বাইরের কেউ হলে এই তথ্যগুলো আপনার জন্য নতুন হতে পারে। আর বিদেশি হলে তো কৌতূহল আরও বেড়ে যাবে। তাহলে চলুন, ঢাকার জীবনের কিছু মজার দিক সম্পর্কে জেনে নেওয়া যাক।
ক্রিকেট পাগল ঢাকা
বাংলাদেশে ক্রিকেট শুধুই খেলা নয়, এটা যেন একটা আবেগ। আর রাজধানী ঢাকায় ক্রিকেটপ্রেমীদের পাগলামি একটু বেশি। অলিগলি, পার্ক, বাড়ির ছাদ, এমনকি রাস্তাঘাটেও ক্রিকেট খেলা দেখা যায়। ব্যাট আর টেনিস বল পেলেই হয়ে যায় জমজমাট খেলা।
চায়ের প্রতি ঢাকাবাসীর ভালোবাসা
ঢাকার রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান একদম চোখে পড়বেই। দুধে ভরা মিষ্টি গরম চা দাঁড়িয়ে পান করার মজাই আলাদা। মজার বিষয় হলো, এক সমীক্ষা বলছে, একজন রিকশাচালক প্রতিদিন গড়ে ২০ কাপ চা পান করেন।
রিকশা আর্ট: ঢাকার চলমান ক্যানভাস
রিকশা শুধু ঢাকার অলিগলির প্রধান বাহন নয়, এ যেন চলমান আর্ট গ্যালারি। রিকশার পেছনে নানা রকম রঙিন চিত্রশিল্প দেখা যায়। যারা এগুলো আঁকেন, তারা কিন্তু বেশ দক্ষ এবং প্রফেশনাল। তবে বড় বড় সড়কে রিকশা নিষিদ্ধ হওয়ায় এর সংখ্যা কিছুটা কমেছে।
যানজট: ঢাকার প্রধান মাথাব্যথা
ঢাকা মানেই যানজট, আর এটা এশিয়ার অন্য বড় শহরের মতোই একটি বড় চ্যালেঞ্জ। ঢাকায় ঘুরতে গেলে এই বিষয়টি মাথায় রাখবেন। আর ভুলেও ট্রাফিক সিগন্যালের ওপর পুরোপুরি নির্ভর করবেন না—কারণ এগুলো সচরাচর কেউ মানে না।
বুড়িগঙ্গা: ঢাকার ক্লান্তিহীন নদী
পুরান ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গা নদী ঢাকার প্রাণ। দিনরাত এই নদী কোলাহলে ভরা থাকে। তবে, দুঃখজনক হলেও সত্যি, দূষণের কারণে নদীটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
ঢাকার বেকারির মিষ্টি-মধুর আয়োজন
ঢাকাবাসী ব্রিটিশ স্টাইলের ব্রেকফাস্টে অভ্যস্ত নয় ঠিকই, কিন্তু শহরে মিষ্টি আর বেকারির অভাব নেই। ঢাকার কোনো বেকারিতে ঢুঁ মারলেই পাওয়া যাবে লোভনীয় কেক, পেস্ট্রি বা অন্যান্য মিষ্টান্ন।
শান্তি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান
ঢাকা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে যেতে পারেন। ছায়াঘেরা রাস্তা, খোলামেলা পরিবেশ—সব মিলিয়ে একটু প্রশান্তি খুঁজে পাওয়া যায় এখানে।
ঢাকার এই বৈচিত্র্যময় রূপই একে আলাদা করে তোলে। ঢাকার এই গল্পগুলো কতটুকু চেনা লাগল? নতুন কিছু জানলেন তো?
কোন মন্তব্য নেই