চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: সূচি প্রকাশ, জানুন বাংলাদেশের ম্যাচগুলো
আগে
থেকেই কিছুটা ফাঁস হয়েছিল চ্যাম্পিয়ন্স
ট্রফির সূচি। এবার আইসিসি আনুষ্ঠানিকভাবে
প্রকাশ করল পুরো সূচি।
আট দলের এই হাইভোল্টেজ
ওয়ানডে টুর্নামেন্ট শুরু হবে ১৯
ফেব্রুয়ারি, পাকিস্তানের করাচিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের
ম্যাচ দিয়ে।
বাংলাদেশের
সূচি:
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে অভিযান শুরু
করবে টাইগাররা। এরপর ২৪ ফেব্রুয়ারি
রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭
ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতেই তাদের প্রতিপক্ষ পাকিস্তান।
টুর্নামেন্টের
হাইলাইটস:
- মোট
১৫ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়।
- পাকিস্তানের
করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি; আর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।
- দ্বিতীয়
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।
- ফাইনাল
৯ মার্চ। তবে ভারত ফাইনালে উঠলে সেটি হবে দুবাইয়ে, অন্যথায় লাহোরে।
পূর্ণাঙ্গ
সূচি:
গ্রুপ পর্ব:
- ১৯
ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি
- ২০
ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত, দুবাই
- ২১
ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
- ২২
ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর
- ২৩
ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম ভারত, দুবাই
- ২৪
ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
- ২৫
ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
- ২৬
ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম ইংল্যান্ড, লাহোর
- ২৭
ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান, রাওয়ালপিন্ডি
- ২৮
ফেব্রুয়ারি: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া, লাহোর
- ১
মার্চ: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, করাচি
- ২
মার্চ: নিউজিল্যান্ড বনাম ভারত, দুবাই
নকআউট
পর্ব:
- ৪
মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই
- ৫
মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর
ফাইনাল:
- ৯
মার্চ: লাহোর (ভারত ফাইনালে উঠলে ফাইনাল হবে দুবাইয়ে)
এই
সূচিতে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ
ম্যাচ ২৩ ফেব্রুয়ারি, যা
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। বাংলাদেশের ম্যাচগুলোতেও রয়েছে উত্তেজনার মশলা। এবার দেখা যাক,
টাইগাররা এই মঞ্চে কতটা
আলো ছড়াতে পারে!
কোন মন্তব্য নেই