চুল কাটলে রক্ত কেন বের হয় না? সহজ ব্যাখ্যা!
চুল বা নখ কাটলে কখনোই রক্ত বের হয় না। কিন্তু কেন? এরা তো আমাদের শরীরের অংশ! অথচ শরীরের অন্য কোনো জায়গা কাটলে রক্ত বের হওয়া তো স্বাভাবিক ব্যাপার, কখনো কখনো তা বেশ ভালোই। তাহলে চুল বা নখ কাটলে রক্ত বের না হওয়ার রহস্যটা কী?
আসলে এর ব্যাখ্যাটা খুব সহজ। শরীরের সেই সব জায়গায় রক্ত বের হয়, যেখানে রক্ত থাকে। চুল আর নখে রক্ত নেই বলেই সেগুলো কাটলে কোনো রক্তপাত হয় না।
চুল তৈরি হয় এক বিশেষ ধরনের মৃত কোষ দিয়ে। এই কোষগুলো প্রোটিনে পূর্ণ থাকে। যেহেতু তারা মৃত, তাই রক্ত বা অক্সিজেনের কোনো দরকার হয় না। রক্ত মূলত শরীরের টিস্যুগুলোতে অক্সিজেন পৌঁছে দেয়। যেখানে অক্সিজেনের প্রয়োজন নেই, সেখানে রক্তপ্রবাহ থাকারও দরকার হয় না। তাই চুলে কোনো রক্তপ্রবাহ নেই, আর চুল কাটলে রক্ত বের হওয়ার প্রশ্নই ওঠে না।
তবে নখের কোষগুলো একটু ভিন্ন। এগুলো পুরোপুরি মৃত নয়, কিন্তু এদের ভেতরেও বিশেষ উপায়ে প্রোটিন জমা থাকে, যা এদের শক্তি যোগায়। তাই এখানেও রক্তপ্রবাহের প্রয়োজন হয় না। কিন্তু একটা বিষয় খেয়াল রাখা জরুরি—নখ কাটার সময় যেন বেশি গভীর না কাটা হয়। কারণ নখের নিচে যে নরম মাংসপিণ্ডটা আছে, তা খুব সংবেদনশীল। বেশি কেটে ফেললে ওই জায়গায় ব্যথা লাগার সম্ভাবনা থেকে যায়।
তাই চুল বা নখ কাটার সময় দুশ্চিন্তা করার কিছু নেই। তবে সতর্ক থাকা ভালো—বিশেষত নখ কাটার ক্ষেত্রে, যেন অযথা ব্যথার ঝামেলায় না পড়তে হয়।
কোন মন্তব্য নেই