আধুনিক মানুষের কাছে স্নান একটি অত্যন্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি ইতিহাসের সরণী বেয়ে হেঁটে যাওয়া যায়, তাহলে দেখব জনসাধারণের স্নানাগার বা হাম্মাম মধ্য প্রাচ্যের শহরগুলিতে অত্যন্ত জনপ্রিয় ছিল। আধুনিক প্লাম্বিং আবিষ্কারের আগে অবধি এই হাম্মামগুলি জনসাধারণের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাছাড়াও, এগুলো ছিল মানুষের দেখা করে গল্পগুজব করার স্থানও।
কোন মন্তব্য নেই