তিউনেশিয়ার প্রাদেশিক রাজধানী কাইরোয়ান শহরে অবস্থিত সুউচ্চ এক মিনার বিশিষ্ট ১৩৪৬ বছরের প্রাচীন মসজিদ মসজিদে ওকবা ইবনে নাফে। ৫০ হিজরির প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর সুন্দর নির্দশন এ মসজিদ। এ স্থাপত্যশৈলীর কারণেই কাইরোয়ান শহরকে ১৯৮৮ সালে ইউনেস্কোর ১২তম অধিবেশনে বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেন।
কোন মন্তব্য নেই