বিশাল রত্নভান্ডারসমৃদ্ধ রহ্যময় চেঙ্গিস খানের সমাধি
বিশাল রত্নভান্ডারসমৃদ্ধ রহ্যময় চেঙ্গিস খানের সমাধি
পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য জয়ী এক অমর জেনারেলের নাম চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নাম শোনেননি এমন লোকের সংখ্যা কম। অনেকে অবশ্য তাকে ইতিহাসের সবচেয়ে বড় লুটেরা বলেও অভিহিত করেন। পুরো পৃথিবীর কাছে তিনি একজন নিষ্ঠুর মানব হলেও তার জন্মস্থান মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান একটি আদর্শের নাম। চেঙ্গিস খানের জীবন ইতিহাস যেমন কালে কালে মানুষকে ভাবিয়ে তুলেছে। তেমনি ভাবিয়েছে চেঙ্গিস খানের রত্নভান্ডারসমৃদ্ধ রহস্যময় সমাধি।
কোন মন্তব্য নেই